মানিকগঞ্জে ভাষা শহীদ রফিক চত্ত্বর ও শহীদ রফিকের ম্যুরাল উদ্বোধন


মানিকগঞ্জ ২৪
প্রতিনিধি: মানিকগঞ্জে ভাষা
শহীদ
রফিক চত্ত্বর শহীদ রফিকের
ম্যুরাল বুধবার বিকালে উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকাল
সাড়ে ৪ টার দিকে উদ্বোধন
করেন
মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুস
সাদাত সেলিম

চত্ত্বর ও ম্যুরাল
উদ্ধোধন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন,
জেলা পরিষদের
চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ
পৌরসভার মেয়র গাজী কামরুল
হুদা সেলিম, এডভোকেট দীপক কুমার
ঘোষ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুদ্দিন আহম্মেদ নান্নু প্রমুখ।

মানিকগঞ্জ পৌরসভার
অর্থায়নে মানিকগঞ্জ শহরের প্রবেশদ্বারে এ শহীদ
রফিক চত্ত্বর
শহীদ রফিকের ম্যুরাল
নির্মাণ করা হয়।

মানিকগঞ্জ২৪/হা.ফ/
১৬ আগস্ট/ ২০১৭।
আরো পড়ুুন