সিংগাইর প্রতিনিধি ॥ জেলার সিংগাইরে জাতীয় পত্রিকার কর্মরত সাংবাদিকদের দায়ের করা তথ্য প্রযুক্তি আইনে মামলার আসামী মোস্তাফিজুর রহমান খান ওরফে মুকুলকে (৩০) অবশেষে বুধবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শারমিন নিগারের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
আসামী মুকুল উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের মৃত জামান মাতাব্বরের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানাযায়, “সিংগাইরে পল্লী বিদ্যুৎ দেয়ার নামে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ” শিরোনামে গত ১১ এপ্রিল একাধিক জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। সংবাদের একটি অংশে মুকুলের বিরুদ্ধে দু’লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের কথা উল্লেখ করা হয়।
সংবাদটি প্রকাশের পর প্রশাসনসহ সর্বস্তরে তোলপাড় শুরু হয়। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশে ( আরইবি) ওই অভিযোগের তদন্ত করা হয়।
এতে অভিযুক্ত মুকুল ও তার সহযোগীরা সিংগাইরে স্থানীয় সাংবাদিকদের ওপর ক্ষুব্ধ হয়। পরে ১৩ এপ্রিল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিংগাইর প্রেসক্লাব সভাপতি কোহিনূর ইসলাম রাব্বি, সাধারন সম্পাদক মাসুম বাদশাহ, কোষাধ্যক্ষ মোঃ সোহরাব হোসেনের বিরুদ্ধে অশ্লীল ব্যঙ্গচিত্র ও হুমকি ধামকিসহ বিভিন্ন কটাক্ষ করে স্ট্যাটাস দিতে থাকে ঐ মহল।
এ ঘটনায় কোহিনূর ইসলাম রাব্বি বাদী হয়ে মুকুলসহ অজ্ঞাত সহযোগীদের আসামী করে গত ১৮ এপ্রিল সিংগাইর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত আসামী মুকুল পালিয়ে থাকলেও ফেসবুকে স্ট্যাটাস অব্যাহত রাখে।
এদিকে, গত ৪ জুলাই মুকুল হাই কোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে আসে। মেয়াদ শেষে বুধবার আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদীপক্ষে শুনানী করেন অ্যাডভোকেট রেজা ফেরদৌস, ইতি রানী সাহা ও মেহেদি হাসান। আসামী পক্ষের শুনানী করেন অ্যাডভোকেট আব্দুল হালিম মোল্লা বিল্টু।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৬ আগস্ট/ ২০১৭।