মুখোশ খুলে পড়েছে!
হেহ্ হে!
সাইফুদ্দিন আহম্মেদ নান্নু
তারাতারি তাকিয়ে দেখুন
আপনার মুখের পাশে
পরে আছে খসে পরা
আপনারই মুখোশ।
ওহ্ হো! টেরই পান নি!
অজান্তে কখন খুলেছে মুখোশ,
বেআব্রু মুখ,বিভৎস,ঘৃণ্য।
খুলে পড়ছে প্রগতিশীলতার মুখোশ
খুলে গেছে অসাম্প্রদায়িকতার মুখোশ
পরে আছে ধার্মিকের মুখোশ
সৌজন্য,সম্ভ্রম,গদগদ বিনয় আর
সততার মুখোশ,
দেশপ্রেমিকের মুখোশ,শত শত!
ঝটপট বেঁধে নিন টাইট করে
প্রয়োজনে গেঁথে নিন সুপারগ্লুতে
এখনই খুললে কি চলে
আরও কত পথ
আরও কত খেল বাকি!
সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ১৯ সেপ্টেম্বর/ ২০১৭্।