সাটুরিয়া প্রতিনিধিঃ জেলার সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসষ্ট্যান্ড এলাকা থেকে কাজী নাদির হোসেন (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে নয়াডিঙ্গী বাসষ্ট্যান্ড এলাকার মক্কা হাউজ নামের একটি বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
কাজী নাদির মানিকগঞ্জ সদর উপেজলার সেওতা এলাকার মৃত সুরুয কাজীর ছেলে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হাসমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, কাজি নাদির উপজেলার নয়াডিঙ্গী এলাকার মক্কা হাউজ নামের বাড়িতে থাকতো। ওই বাড়ির মালিক মজিবর রহমান সম্পর্কে তার মামা।
নাদির হোসেন ওই বাড়িটি দেখাশুনা করতেন। সোমবার সন্ধ্যার দিকে ওই বাড়ির একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৮ সেপ্টম্বর/ ২০১৭।