সাটুরিয়া প্রতিনিধি: জেলার সাটুরিয়ায় এক ছাত্রলীগ নেতার বাসায় স্বর্ণসহ ১২ লক্ষ টাকার চুরি হয়েছে। এ ঘটনায় সাটুরিয়া থানা পুলিশ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাজুসহ ২ জনকে আটক করেছে।
সাটুরিয়া সৈয়দ কালুুশাহ ডিগ্রী কলেজ শাখার সভাপতি সাজুর সাটুরিয়া বাজারের বাড়ীতে সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে।
ছাত্রলীগ নেতা সাজুর স্ত্রী সোনিয়া জানান, সোমবার রাত ৮ টার দিকে বিদ্যুৎ চলে যায়। বাসার সবাইকে নিয়ে তারা নীচ তলায় বসে গল্প করছিলাম। এসময় নিজেদের ব্যবসায়ীর দোকানের কর্মচারী সেজে চোররা ঘরের প্রবেশ করে আলমারীতে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণ ও ১৫ ভরি রুপা এবং নগদ ২ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ সময় দুতলায় হঠ্যাৎ শব্দ হলে গৃহবধূ সোনিয়া উপরে ওঠে। চোরের দলের সদস্য আলামিন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে চলে যায় বলে পুলিশকে জানান।
পরে সাটুরিয়া থানা পুলিশ সোমবার রাতেই আলামিনকে সাটুরিয়ার এক ভারাটে বাসা থেকে আটক করে। তবে কোন মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে মানিকগঞ্জের এ,এসপি সদর সার্কেল আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাজুর শাশুড়ি মিসেস রেখা জানান, আলামিন আমার সাটুরিয়া মুক্তিযোদ্ধা সংসদের সামনের বাসায় ভাড়া থাকত। সে আমাকে বিভিন্ন সময় হুমকি ধামকি দিত। এব্যাপারে আমি পুলিশকে একাধিকবার জানিয়েছি।
সাটুরিয়া তদন্ত ওসি মোঃ হাসমতউল্লা জানান, ছাত্রলীগ নেতা সাজু মঙ্গলবার দুপুরে বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেছে। পরে আমরা অভিযান পরিচলানা করে সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগেরসাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ ও আলামিনকে জিঙ্গাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ সেপ্টেম্বর/ ২০১৭।