দৈনিক “সকালের খবর” বন্ধ হয়ে গেল। মালিকপক্ষ চাইল আর বন্ধ করে দিল!
হঠাৎ বেকারত্ব গ্রাস করলো অনেক সাংবাদিক,কর্মচারিকে।
বিনা নোটিশে বন্ধ মানে হটাৎ করেই অন্ধকার পথে ঠেলে ফেলা। মালিকপক্ষেরা
কখনোই ভাবে না,এমন হঠকারিতা কত শিশুর খাবার অনিশ্চিত করে,কত বৃদ্ধ বাবা মার
ওষুধ কেনা,ছোট ভাই বোনের লেখা পড়ার খরচ বন্ধ হয়ে যায় ।
নতুন চাকরি কবে মিলবে,কোথায় মিলবে, আদৌ মিলবে কিনা,কেউ জানে না।
এই সব ভূঁইফোঁড় ধনী,কালো টাকার মালিকেরা নানা ধান্ধা,মতলত থেকে পত্রিকা বের করে। টাকার ঘাটতি নয় ধান্ধার হিসাব না মিললেই স্টপ। বিপর্যয়ের কালো মেঘ গ্রাস করে সাংবাদিক, কমর্চারির জীবন।
যাবে না। এসব মালিকদের খেলা বন্ধ করতে মালিকের দাস,বশ,মোটা বেতনের বড়
সাংবাদিক,সাংবাদিক নেতারা মাঠে নামবে না,টু শব্দ করবে না । মধ্যম সারি আর
মাঠ পর্যায়ের সাংবাদিকদের নিজ, নিজ স্বার্থে সরব,শক্ত,একজোট হতে হবে। নইলে
সবাইকে পস্তাতে হবে। হয় আজ নয়তো কাল।
লেখা সাইফুদ্দিন আহম্মেদ নান্নুর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪/ ১৪ সেপ্টেম্বর/ ২০১৭।