মানিকগঞ্জ প্রতিনিধি: ১৯ মার্চ.
নেপালের কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় নিহত মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পুত্রবধু তাহরিয়া তানভিন শশীর (২৭) নামাজের জানাযা মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশবিদ্যালয় কলেজ মাঠে বাদ যোহর জানাযার পরে শহরের সেওতা কবরাস্থানে দাফন সম্পন্ন করা হবে।
শশীর মামা ও শশুর আইনজীবী আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে শশীর মরদেহ ঢাকার সিএমএইচ এর হিমঘরে রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় মানিকগঞ্জে মরদেহটি পৌছানোর কথা। এরপর দেবেন্দ্র কলেজ মাঠে বাদ যোহর জানাযা অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ শহরের দাশরা এলাকার অবসরপ্রাপ্ত চিকিৎসক রেজা হাসানের একমাত্র মেয়ে শশী। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর এলাকার ডা. মোজাম্মেল হকের ছেলে ডা. রেজায়ানুল হক শাওনের সাথে প্রায় সাত বছর আগে বিয়ে হয় শশীর। সপ্তম বিবাহ বার্ষিকী পালন করতে নেপালে গিয়েছিলেন শশী শাওন দম্পতি।
শাওনের গ্রামের বাড়ি এলাকার প্রতিবেশি আপেল মাহমুদ চৌধুরী জানান, একই দুর্ঘটনায় গুরুতর আহত শশীর স্বামী নেপালের কাঠমান্ডুতে চিকিৎসাধীন ছিলো। পরে শাওনের বাবা ডা. মোজাম্মেল হক উন্নত চিকিৎসার জন্যে ডা. রেজায়ানুল হক শাওনকে সিংগাপুরে নিয়ে গেছেন। সেখানেই চিকিৎসাধীন রয়েছে শাওন।
মানিকগঞ্জ২৪/ ১৯ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: