নেপালে বিমান দূর্ঘটনায় নিহত শশীর জানাযা অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: ২০ মার্চ.

নেপালে কাঠমান্ডুর ত্রিভুবন বিমান বন্দরে বিমান দুর্ঘনটায় নিহত তাহরিয়া তানভির শশীর (২৭) জানাযা  মঙ্গলবার দুপুর ২ টার দিকে  মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

জানাযা শেষে শেওতা কবর স্থানে দাফন করা হয়।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে  মানিকগঞ্জ সরকারী দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন শ্রেণীর শত শত মানুষ ছাড়াও মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজুমুছ সাদাল সেলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

জানাযার আগে বক্তব্য রাখেন শশীর বাবা ডা. রেজা মো. জামান। পরে সেওতা করব স্থানে তাকে দাফন করা হয়।

এর আগে শশীর মরদেহ ঢাকার সিএমএইচ এর হিমঘর থেকে এম্বুলেন্সটি মঙ্গলবার  সকাল সাড়ে ১০ টার দিকে তার বাবার বাড়ী  মানিকগঞ্জের দাশরা আনা হয়।

মানিকগঞ্জ২৪/ ২০ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

আরো পড়ুুন