বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে এখন নির্বাচন করার কোন পরিবেশ নেই। বর্তমান নির্বাচন কমিশনের কাজ হচ্ছে এই আওয়ামী লীগ কে আবার ক্ষমতায় এনে এক দলীয় শাষন পাকা পোক্ত করে দেওয়া। এসব বিষয় এরিয়ে নির্বাচন কমিশন যে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে নির্বাচন করলেই গণতন্ত্র ফিরে আসবে না। আর এইসব নির্বাচনের প্রতি জনগণের সর্মথন থাকবে না। যতখন পর্যন্ত নির্বাচন করার মত পরিবেশ তৈরি হবে না, লেভেল ফিল্ড তৈরি হবে না, সমস্ত দলের সমান অধীকার নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত আামরা এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন যাব কিনা তা ভেবে দেখতে হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব ও একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক এবং মুক্তিযোদ্বা সংগঠক খোন্দকার দেলোয়ার হোসেনে এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপি ও দেশের সংকট মূহুর্তে হাল ধরেছিলেন। তিনি দেশ ও জাতীয়তাবাদী বিএনপি কে অনেক কিছু দিয়ে গেছেন। ওয়ান এলিভেনের সময় মইনউদ্দিন ও ফখরুদ্দিনের অবৈধ সরকার সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে গ্রেফতার করেছিল। তখন দেলোয়ার সাহেব বিএনপির হাল ধরেছিলেন। আজকে এই দিনে গণতন্ত্র লুন্ঠিত হয়ে গেছে। এই অবৈধ ও অসাংবিধানিক সরকার রাষ্ট্রের স্তম্ব্য কে ধংস করে ফেলছে। বিএনকে নিমূল করে দেবার জন্য চক্রান্তের বেড়াজাল দিচ্ছে। হাজার হাজার হাজার বিএনপির নেতা কর্মীকে গ্রেফতার ও হত্যা করছে। এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। আজকে এই মত্যুবার্ষিকীর দোয়ার মাহফিলে অংশ নেওয়া হয়েছে এতে সারা দেশের বিএনপির নেতা কর্মীকে উজ্জিবীত করবে।
এসময় দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন ড্যাভের প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় বিএনপির জেড, এম জাহিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রোখসানা খানম মিতু, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ- সভাপতি মো. জামিলুর রশিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত, সাবেক মানিকগঞ্জ মুক্তিযোদ্বা কমান্ডার গোলাম মহিয়ার খান সিপার, বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের পুত্র খোন্দকার আকবর হোসেন (বাবলু) খোন্দকার আক্তার হোসেন জগলুসহ আরও অনেকে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জুমার নামাজের পর প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এর জন্য বিশেষ দোয়া করেন। পরে কেন্দ্রীয়, জেলার নের্তৃবৃন্দ কে সাথে নিয়ে কবর জিয়ারত করেন এবং তার কবরে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার আত্তার মাগফিরাত কামনা করে আাবর দোয়া করেন।
মানিকগঞ্জ২৪/ ঘিওর/ হা.ফ/ ১৬ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: