মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মডেল রিসোর্স সেন্টার সংলগ্ন কেন্দ্রীয় মসজিদে বুধবার দুপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ইমাম সম্মেলনে আর্থসামাজিক উন্নয়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমামদের কি ভূমিকা রয়েছে এ বিষয়ে আলোচনা করা হয়।
ইফামার ফিল্ড সুপার ভাইজার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্তে সভায় বক্তব্য রাখেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, ইফামার ফিল্ড অফিসার মো. মোরসাল, মাষ্টার ট্রেইনার মাওলানা মো. আশরাফুল আলম, মডেল কেয়ারটেকার মো. হাবিবুল্লাহ, কেয়ারটেকার মনিরুজ্জামানসহ আর অনেকেসহ আরও অনেকে।
ইমাম সম্মেলনে সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন থেকে ৭০ জন ইমাম অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ ১৪ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: