সাটুরিয়ায় মুক্তিযোদ্ধ বিষয়ক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি: ১৭ মার্চ.

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ব্যাতিক্রমি আয়োজন করে।

২৫ মার্চ গণহত্যা এবং মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস মুক্তিযোদ্ধাদের কন্ঠে শোনলেন বিদ্যালয়ের ১ হাজার শিক্ষার্থী।

শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে প্রধান শিক্ষক মো. বজলুর রহমানের সভাপতিত্তে মুুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে বক্তব্য রাখেন মানিকগঞ্জের বিশিষ্ট মুক্তিযোদ্ধা সংগঠক ও সাবেক সংসদ সদস্য মো. মফিজুল ইসলাম খান কামাল, সাটুরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার আ.খ.ম নূরুল হক, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, লুৎফর রহমান, বদিউল ইসলাম, আব্দুর রহমানসহ উপজেলার প্রায় ১৫ জন মুক্তিযোদ্ধা।

এ ব্যতিক্রমি আয়োজনে উপজেলার বিশিষ্ট ব্যাক্তি, সাংবাদিক ও বিদ্যালয়ের প্রায় ১ হাজার শির্ক্ষাথী অংশ গ্রহণ করে। বক্তারা বলেন এমন ব্যাতিক্রমি আয়োজনের ফলে আগামী দিনের ভবিষ্যত প্রজন্ম মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারল।  এমন বিশেষ দিবসে অন্যান্য শিক্ষা পতিষ্ঠানগুলিকে এ ব্যাক্রিমি আয়োজন করার আহবান জানান।

মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ ১৭ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

সাটুরিয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইমাম সম্মেলন

আরো পড়ুুন