জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে সাটুরিয়ায় পুরুস্কার বিতরণী শনিবার দুপুরে অনু্িষ্ঠত হয়েছে।
এর আগে সকালে সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়ার মাহফিল ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা কার্যালয়ের উদ্যোগে মডেল পাঠাগার সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে।
পওে দুপুরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া থানার সেকেন্ড অফিসার মো. সাইদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইফামার সাটুরিয়া উপজেলার ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন, মডেল কেয়ারটেকার মাওলানা মো. হাবিবুল্লাহ, সাধারণ কেয়ারটেকার মনিরুজ্জামান মনির, মাওলানা রফিকুল ইসলাম, নাসির হোসেনসহ আরও অনেকে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১৭ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: