শিশু দিবস উপলক্ষে মানিকগঞ্জে ছাত্রলীগের আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি: ১৭ মার্চ.

জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন উপলক্ষে মানিকগঞ্জ ছাত্রলীগের আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার দুপুরে অনু্িষ্ঠত হয়েছে।

জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের সাবিস মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন, রঙ ছড়ানো আলো, লাল- সবুজের বাংলাদেশে থাকবে  শিশু ভালো এ স্লোগান কে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সভানেত্রী নীনা রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বাদরুল ইসলাম বাবলু, জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও  জেলা পরিষদের সদস্য মাহাবুবুর রহমান জনি, ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন  ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদ আব্বাস আকাশ, সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল রাহীসহ আরও অনেকে।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাঅংকন প্রতিযোগীতাতে শেষে তাদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়।

মানিকগঞ্জ২৪/মানিকগঞ্জ/ হা.ফ/ ১৭ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন:

আরো পড়ুুন