মানিকগঞ্জের সিংগাইরে দুই শিশু সন্তানসহ রিনা আক্তার (২৯) নামে এক গৃহবুধু বিষপান করে আত্তহত্যা করেছে। মেয়ে আফরিন আক্তার (৬) এবং ছেলে আব্দুল মোমিন (৪) কে বিষ পান করালেও আহত ছেলে মেয়েদের অবস্থা শঙ্কামুক্ত রয়েছে। আহত দুই সন্তানকে উন্নত চিকিৎসা দেবার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বিষয়টি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন নিশ্চিত করেছেন। নিহত রিনা আক্তার সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা গ্রামের আবির হোসেনের স্ত্রী।
শনিবার দুপুরে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিনা আক্তারের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, শুক্রবার রাত ৮ টার দিকে পারিবারিক কলহের জের ধরে গৃহবধু রিনা তার দুই সন্তানসহ তিনি বিষ পান করেন। পরে স্থানীয়রা আহতদেরকে হাসপাতালে ভর্তি করেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা পরামর্শ দিলে আহত ছেলে মেয়ের উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।
ওসি খোন্দকার ইমাম হোসেন আরও বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত কোন অভিযোগ দায়ের করেনি। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর পৃকত কারন জানা যাবে।
মানিকগঞ্জ২৪/ সিংগাইর/ হা.ফ/ ১৭ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: