মানিকগঞ্জ প্রতিনিধি: ১৮ মার্চ.
জেলা গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার ১৬ পিছ ইয়াবা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ ৪ হাজার ৮ শত টাকা।
রবিবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত আহম্মেদ শামীম তার নিজ কার্যালয়ের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য প্রকাশ করা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন আহম্মেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, ১৭ ই মার্চ রাতে অভিযান পরিচালনা করে জেলার ঘিওর উপজেলার বড় রামকান্তপুর গ্রামের গফুর মিয়ার ছেলে আব্দুল্লা আল- মামুন(৩৩), দৌলতপুর উপজেলার বাগুটিয়া পাচুরিয়া এলাকা থেকে খায়ের মোল্লার ছেলে মো. মুহিদুল মোল্লা (৩০)।
মানিকগঞ্জ২৪/ মানিকগঞ্জ/ হা.ফ/ ১৮ মার্চ/ ২০১৮।
আরও পড়ুন: