শিবালয় প্রতিনিধি, ২৭ মার্চ: জেলার শিবালয়ে বজ্রাঘাতে পিয়ার আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে শিবালয়ের শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত কৃষক পিয়ার আলী শিমুলিয়া গ্রামের গ্রামের দহির উদ্দিনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. লুৎফর রহমান।
স্থানীয়রা জানান, বুধবার সকালে পিয়ার আলী বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। এমন সময় হঠাৎ করে হালকা ঝড়ের সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে পিয়ার আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. লুৎফর রহমান বলেন, বজ্রাঘাতে আহত কৃষক হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ মার্চ ২০১৯।
আরও পড়ুন: