গ্রেফতারের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৭ মার্চ : আইনজীবীর পিতার হত্যার আসামীদের  গ্রেফতার ও শাস্তির দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতাধিক আইনজীবী ও স্বজনরা।

বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি  শহীদ রফিক সড়কের আইনজীবী ভবনের সামনে এই মানবন্ধনের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন মানিকগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আদ্বুল মজিদ ফটো, সাধারন সম্পাদক এ্যাডভোকেট আখতারুজ্জামান লিটন, নিহতের মেয়ে এ্যাডভোকেট শাকিলা আফরোজ সীমা ও জামাতা এ্যাডভোকেট ফয়জুল ইসলাম । এছাড়া শতাধিক আইনজীবী ও স্বজনরা এতে অংশগ্রহণ করে।

মানবন্ধনে বক্তরা বলেন, মানিকগঞ্জের আইনজীবী শাকিলা আফরোজ সীমার পিতা মো.শফিকুল বারী চৌধুরীর হত্যাকারীদের আগামী ১৫ দিনের মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবী করেন।

উল্লেখ্য গত ২১ মার্চ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিরালী গ্রামের মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী শাকিলা আফরোজ সীমার পিতা মো.শফিকুল বারী চৌধুরী সাভার উপজেলার নিউ মার্কেট এলাকার নিজ বাসা থেকে পাওনা টাকা আনার জন্য একই উপজেলার তালবাকের একটি বাসায় গেলে খুন হয় তিনি।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৭ মার্চ ২০১৯।
আরও পড়ুন:

সাটুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আরো পড়ুুন