সাটুরিয়ায় প্রবেশপত্র বিতরণের সময় অতিরিক্ত টাকা নেওয়ায় বিক্ষোভ

সাটুরিয়া প্রতিনিধি, ২৮ মার্চ: জেলার সাটুরিয়ার দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজে এইচ এসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের সময় অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে অতিরিক্ত টাকা নেবার প্রতিবাদে শতাধিক এইচ, এসসি পরীক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করে।

বিক্ষোভকারী পরীক্ষার্থী মো. জাহিদুল ইসলাম, রনি রাজবংশী ও মো. ইমরান হোসাইন বলেন, বৃহস্পতিবার সকালে আমাদের বিদায়ী অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান স্থলে প্রবেশের সময় ও বুধবার অফিস সহকারীরা প্রবেশ পত্রের জন্য ২০০ টাকা নেওয়া শুরু করে। স্যারদের প্রশ্ন করলে বলেন, বিভিন্ন খরচের জন্য এ টাকা দিতে হবে। পরে আমরা বিদায়ী অনুষ্ঠান বর্জন করে বিক্ষোভ শুরু করি।

চলতি বছরে দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজ থেকে ৫৪৫ জন শিক্ষার্থী এইচ,এসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।  বুধ ও বৃহস্পতিবার সকল পরীক্ষার্থীর কাছ থেকে রেজিষ্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের জন্য ২০০ টাকা অতিরিক্ত আদায় করে কলেজ কর্তৃপক্ষ। 

দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসেন শাহীন স্যারের নির্দেশে পরীক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা নিয়েছি।

দরগ্রাম সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ হোসেন শাহীন বলেন, কলেজের বিভিন্ন খরচাদি প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে আনতে খরচ হয়। এজন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন বলেন, অতিরিক্ত টাকা নিয়ে থাকলে কলেজ কর্তৃপক্ষকে টাকা ফেরত দেওয়া হবে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ জা. আ/ ২৮ মার্চ ২০১৯।
আরও পড়ুন:

গ্রেফতারের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন

আরো পড়ুুন