সাটুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সাটুরিয়া প্রতিনিধি, ২৬ মার্চ: সাটুরিয়ায় ৪৮ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সারা দেশের মত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

মঙ্গলবার ভোর সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ চত্তরে স্বৃতিস্তম্বে পুস্প স্তবকের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও সাটুরিয়ায় বদ্ধভূমিতে বিশেষ দোয়া করা হয়।

সকালে বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ  বিদ্যালয়ের মাঠে সালাম গ্রহণ শেষে বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন ও  ওসি মো. মতিউর রহমান।

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোবার স্কাউট দলের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আবুল কালাম পিপিএম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার, মহিলা ভাইস চেয়ারম্যান বদরুনেছা ঝিনুক, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রাধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধারা অংশ গ্রহণ করে।  দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংর্ধ্বনা দেওয়া হয়।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ মার্চ ২০১৯।
আরও পড়ুন:

সাটুরিয়ায় শিউলি আক্তার ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আরো পড়ুুন