৪ কোটি শিশুদের নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় টিকাদান কর্মসূচি পালন করব-মানিকগঞ্জে স্বাস্থ্য মন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি, ২৯ নভেম্বর:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন ৪ কোটি শিশুকে টিকা দেওয়া হবে। আগামী মার্চ মাসে এ টিকা কর্মসূচি পালন করার সকল ব্যাবস্থা করা হচ্ছে। যা হবে পৃথিবীর সবেচেয়ে বড় টিকাদান কর্মসূচি। তিনি শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার  আয়োজনে শেখ হাসিনাকে ভ্যাক্সিন হিরু ভূষিত করায় এবং এতে স্বাস্থ্য মন্ত্রীর অবদানের জন্য তাকে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশনের জেলা শাখার সভাপতির মো. আবুল ওয়ারেশ পাশা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাফিজুর রহমান, মানিকগঞ্জ সদর উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন, দেশের প্রতিটি জেলায় অতি দ্রæত ১০ বেডের কিডনি ডায়ালাইসিস ইউনিট করা হবে। যেখান রোগীরা নিজ এলাকা থেকে কিডনি ডায়ালাইসি করতে পারবে। সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক কাজ করে যাচ্ছে। দেশে এখন শিশু মৃত্যু হার কমেছে। টিকাদান কর্মসূচিসহ স্বাস্থ্যখাতে নানা উন্নয়নের কারণে প্রতি বছর অন্তত ১ লক্ষ শিশুর জীবন রক্ষা পাচ্ছে। সারাদেশে হেলথ এসিসট্যান্ট, টেকনিশিয়ানসহ স্বাস্থ্যখাতে অতি দ্রুত ২০ হাজার লোক নিয়োগ করা হবে। এছাড়া আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।

এসময় জেলার সকল হেলথ এসিসট্যান্টসহ আওয়ামী লীগের দলীয় নের্তাকর্মীরা অংশ গহণ করে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৯ নভেম্বর ২০১৯।

আরো পড়ুুন