নভেম্বর
ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জনগণের সেবার জন্য ডাক্তারদের চাকরী
দেওয়া হয়েছে। নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাহলে তাদের বিরুদ্ধে
যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা
হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, হাসপাতালের তত্তাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল
আওয়াল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
আরো বলেন, গত চার মাসে দুই হাজার ডাক্তারকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া
হয়েছে। তারা বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়াশোনার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা
প্রদান করবে। আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার জেলা উপজেলার বিভিন্ন
হাসপাতালে যোগদান করবে। এতে করে হাসপাতালগুলোতে আর ডাক্তার সংকট থাকবে না।