মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি, ৩ নভেম্বর:

মানিকগঞ্জ পৌরসভার মালঞ্চ নামক গ্রাম থেকে বিথী আক্তার (১৯) নামে এক
গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
রোববার সকাল ১০ টায় এ মরদেহ উদ্ধার করা হয়। বিথী আক্তার মালঞ্চ এলাকার
রাসেল হোসেনের স্ত্রী এবং মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের গোস্তা গ্রামের
বাবুল হোসেনের মেয়ে। 
মানিকগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন , মালঞ্চ গ্রাম
থেকে বিথীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
পুলিশের ঐ কর্মকর্তা আরো বলেন, এঘটনা ঘটার পর থেকেই বিথীর স্বামী
রাসেল হোসেন পলাতক রয়েছেন। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ নভেম্বর ২০১৯।
আরো পড়ুুন