মানিকগঞ্জে জেল হত্যা দিবস পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি,
নভেম্বর

আলোচনা সভা
র‌্যালির মাধ্যমে মানিকগঞ্জে পালিত
হয়েছে জেল হত্যা
দিবস
রোববার বেলা ১১
টার দিকে জেলা
আওয়ামীলীগের উদ্যোগে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়
দলীয় কার্যালয়ে জেলা
আওয়ামীলীগের সভাপতি গোলাম
মহীউদ্দীনের সভাপতিত্বে সভায়
বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল
মজিদ ফটো, এবিএম
হেলাল উদ্দিন, সুলতানুল আজম
খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান
টিপু, দপ্তর সম্পাদক এহতেশাম ভুনু,
শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত
আলী ভান্ডারী, যুবলীগের আহবায়ক
আব্দুর রাজ্জাক রাজা,
যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান
জনি প্রমুখ
 বক্তারা বঙ্গবন্ধু
জাতীয় চার নেতার
খুনিদের দেশে ফিরিয়ে
এনে শাস্তির দাবী
জানান
আলোচনা সভা শেষে
একটি র‌্যালি বের
করা হয়
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩ নভেম্বর ২০১৯।
আরো পড়ুুন