ফুকুরহাটি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সাটুরিয়া প্রতিনিধি, ১ নভেম্বর:
সাটুরিয়ার
ফুকুরহাটি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুক্রবার ফুকুরহাটি – মজিবর রহমান
উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকালে অনুষ্ঠিত হয়েছে। 
খেলায় কোন গোল না
হওয়ায় ট্রাইবেকারে মিমাংসা হয়।
এতে ধামরাইয়ের চৌহাট
এলিভেন কিংস ৭ -৬ গোলে মানিকগঞ্জের চান্দিরচর উদিয়মান জনতা সংঘকে হারিয়ে
চ্যাম্পিয়ান হয়। 
ফাইনাল ম্যাচটি
উদ্ধোধন করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর ‍মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো। 
বিজয়ীদের মাঝে
পুরুস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন, সাটুরিয়া থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা মো.
মতিয়ার রহমান মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাষ্টার,  বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল
আমিন ও
চৌহাট ইউপি চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি প্রমুখ। 
চ্যম্পিয়ান দলকে
কাপসহ ৫০ হাজার টাকার প্রাইজবন্ড ও রানারআপ দলকে কাপসহ ৩০ হাজার টাকার প্রাইজবন্ড
দেওয়া হয়।
ফুকুরহাটি সূর্যমুখী
সবুজ সংঘের উদ্যোগে ফুকুরহাটি ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হাজার
হাজার ফুটবল দর্শক উপভোগ করেন।
ক্লাবের সভাপতি
আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম,সাংগঠনিক মো. রফিকুল ইসলাম রফিক, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ১ নভেম্বর ২০১৯।
আরো পড়ুুন