মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাখন গ্রেফতার

সাটুরিয়া প্রতিনিধি, ১ নভেম্বর:

মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাটুরিয়া উপজেলা  বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশকে গ্রেপ্তার করে শুক্রবার বিকালে আদালতে পাঠিয়েছে সাটুরিয়া  থানা পুলিশ। এসময় মিজানুর রহমান খান মজলিশ নামে আরেক বিএনপি কর্মীকেও গ্রেপ্তার করেছে। অপরদিকে বিএনপি জামাতের ৭৫ নেতাকর্মী বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতা আইনে মামলা করেছে পুলিশ।

বিষয়টি সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আবুল কালাম নিশ্চিত  করেছেন।

সাটুরিয়া থানা পুলিশ জানায়. বৃহস্পতিবার রাতে উপজেলার বরাইদের ফয়জুনেছা উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে আতংঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ ওই বিদ্যালয়ের মাট থেকে তাজা দুটি ককটেল উদ্ধার করে।

কিছুদিন ধরে বিএনপি জামায়াত নেতারা গোপন বৈঠক করে আসছিল। তারা সাটুরিয়া উপজেলা গুরুপ্তপূর্ণ স্থানে হামলা করার যড়যন্ত্র করছিল। শুক্রবার ওই বিদ্যালয়ের মাঠে বসে ককটেল তৈরী করে বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে। গোপন সংবাদের ভিক্তিতে জেলা বিএনপির  যুগ্ন আহবায়ক ও সাটুরিয়া বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও স্থানীয় বিএনপি কর্মী মিজানুর রহমান খান মজলি কে গ্রেফতার করে। অন্য আসামীরা পালিয়ে যায় বলে পুলিশ জানায়।

এদিকে নতুন বিস্ফোরক মামলায় আসামী করা হয়েছেন সাটুরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাটুরিয়া  সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সরকার, সাবেক বালিয়াটী ইউপি চেয়ারম্যান ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদল ও ছাত্রদলসহ নামে ৩৩ জনকে আসামী করা হয়েছে। আর বেনামে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে আসামী করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সাটুরিয়া বিএনপির নোকর্মীরা বলেন, বিএনপির নেতাকর্মীদের মাঠে ময়দানে দেখে আ,লীগের নেতাকর্মীদের মাথায় বাজ পরেছে। তারাই ধারা বাহিকতায় রক্ষা করে পুলিশকে অতি উৎসাহ করে আমাদের বিরুদ্ধে নতুন মামলা দিয়ে মাঠ থেকে বিতারিত করতে চায় তারা। মামলা হামলা করে লাভ হবে না। আমরা মাঠে ময়দান ও জনগণের কাতারে থাকব বলে হুশিয়ারি দেন বিএনপির নেতাকর্মীরা।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা বলেন, বিএনপির জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করে যড়যন্ত্র করছিল ওই স্কুল মাঠে। তারা সাটুরিয়ার বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করছিল। তারা বৃহস্পতিবার রাতে জনমনে আতংঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় নামে বেনামে ৭০ থেকে ৭৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতা আইনে মামলা করা হয়েছে। 

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ নভেম্বর ২০১৯।

আরো পড়ুুন