হরিরামপুর প্রতিনিধি ২ মার্চ: জেলার হরিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ফরিদ হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে হরিরামপুর উপজেলার খেরুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
ফরিদ শিবালয় উপজেলার জগদিয়া গ্রামের কুপাত আলীর পুত্র। সে ঢাকা তিতুমীর কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিল।
বিষয়টি হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান নিশ্চিত করে বলেন, শনিবার (২ মার্চ) সকালে শিবালয়ের জগদিয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে হরিরামপুর উপজেলার বাল্লা এলাকায় বেড়াতে যায় ফরিদ ও তার ভাই আকাশ। ফেরার পথে দুপুর ১টার দিকে খেরুপাড়া এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে।
পরে স্থানীয়রা ফরিদ অন্য আরোহী আকাশ কে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফরিদ মারা যান।
আকাশ বর্তমানে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপতালে চিকিৎসাধীন আছে।
মানিকগঞ্জ২৪/ হরিরামপুর/ হা.ফ/ ২ মার্চ ২০১৯।
আরও পড়ুন: