সাটুরিয়া প্রতিনিধি, ২ মার্চ: মানিকগঞ্জের সাটুরিয়ায় হাফেজ শাহাবুদ্দিন (রহ:) স্বরণে ১ম বাৎসরিক মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১২০টি কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩ বালিয়াটী পশ্চিম বাড়ি চিশতীয়া দরবার শরীফে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নাগরপুর দরবার শরীফের খলিফা এম, এ কমল হাসান জিহাদী, আহমাদাবাদ দরবার শরীফের পীর সাহেব মাও. মো. হাবিবুল্লাহ, মানিকগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মাষ্টার ট্রেইনার মাওলানা মো. আশরাফুল আলম, চিশতীয়া দরবার শরীফের প্রধান খলিফা মো. মাইনুদ্দিন, নান্দেশরী মাদ্রাসার সহ-সভাপতি বজলুক হক খানসহ আরও অনেকে।
সাটুরিয়া উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো. শাহাবুদ্দিন (রহ:) এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১২০টি কুরআন খতমসহ খতমে আম্বিয়া ও দোয়ার মাহফিলে সহ¯্রাধিক বিশিষ্ট মানুষ অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২ মার্চ ২০১৯।
আরও পড়ুন: