সাটুরিয়া প্রতিনিধি, ১৫ মার্চ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।
শুক্রবার সকাল পোনে ৭ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার নয়াডিংঙ্গি নামক এলাকায় রাইজিং স্পিনিং মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুতফর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পাটুরিয়ামুখী একটি মালবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মুরগী বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাইভারের সাথে বসা দুই জন ঘটনা স্থলেই নিহত হয়েছেন।
দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ। চালক পালিয়ে গেলেও ট্রাক ও পিকাপ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুতফর রহমান।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৫ মার্চ ২০১৯।