হরিরামপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

হরিরামপুর প্রতিনিধি, ১৮ মে:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে  বৃহস্পতিবার রাতে চোর সন্দেহে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়েছে।  পুলিশ ওই ঘটনায় দুই নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য  আটক করেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হরিরামপুরের ঝিটকা বাজারে অপরিচিত এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে  নৈশপ্রহরীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এতে ওই ব্যক্তির কথাবার্তায় চোর সন্দেহ হলে তাঁকে মারধর করা হয়। শুক্রবার  সকালে  ঘিওর উপজেলায় ঝিটকা-মানিকগঞ্জ সড়কের উভাজানী এলাকায় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকবাসী। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বেলা ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মহীউদ্দিন আহমেদ বলেন, চোর সন্দেহে পিটিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নৈশপ্রহরী শহিদুল ইসলাম (৪০) ও  সাইদুর রহমান (২২ কে আটক করা হয়েছে।  এছাড়া  নিহতের পরিচয় উদঘাটন এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মানিকগঞ্জ২৪/ হরিরামপুর/ হা.ফ/ ১৮ মে ২০১৮।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষাঃসফলদের পেছনের গল্প-১

আরো পড়ুুন