মানিকগঞ্জ প্রতিনিধি, ১৮ মে :
মানিকগঞ্জের ঘিওরে তৃতীয় শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তমাল ভুইয়া (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার এক সপ্তাহ পর ফেসবুকে ছবি দেখে নির্যাতিতা শিশুটি সনাক্ত করে তমালকে । গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বড়টিয়া ইউনিয়নের মৌহালি গ্রাম থেকে তলামকে গ্রেফতার করে পুলিশ। তমাল ওই গ্রামের নাসির ভুইয়ার ছেলে।
স্থানীয় থানা পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, গত ১২ মে নির্যাতনের শিকার ওই শিশু দুপুরে টিফিনের ফাঁকে স্কুলের পাশের একটি বাগানে গেলে তমাল তাকে মুখ বেধে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু শিশুটি প্রতিরোধে সমর্থ হয়নি। বিষয়টি পরিবারের লোকজনকে বলে দেয় শিশুটি। কিন্তু তমলাকে না চেনায় পরিবার কোন ব্যবস্থা নিতে পারছিলেন না। তবে তাদের সেন্দেহের মধ্যে ছিল তমাল ভুইয়াসহ বেশ কয়েকজন। অবশেষে ফেসবুকের ছবি দেখে শিশুটি সনাক্ত করে তমালকে। এর পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয়রা জানান তমাল ভুইয়া এলাকায় বখাটে ও মাদকসেবী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। যে কারনে তাকেই বেশি সন্দেহ করা হচ্ছিল।
ঘিওর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো: রবিউল ইসলাম জানান,তমাল ভুইয়াকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষন চেষ্টার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
মানিকগঞ্জ২৪/ ঘিওর/ হা.ফ/ ১৮ মে, ২০১৮।
আরও পড়ুন: