ঘিওর প্রতিনিধি, ১৫ মে:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার গিলন্ড নামক স্থানে মটর সাইকেল কে সাইড দিতে গিয়ে একটি সৌদিয়ানামের একটি যাত্রীবাহি বাসের ৩ জন নিহত ও ১৫ জন যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের গিলন্ড বাস ষ্টান্ডে এ ঘটনা ঘটে।
বিষয়টি বরঙ্গইল হাইওয়ে থানার ইনচার্জ ইয়ামিন দৌলা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাটুরিয়া গামী একটি সৌদিয়া কম্পানির বাস বিপরিত থেকে আসা একটি মটর সাইকেল কে সাইড দিতে ওল্টে যায়। এতে ঘটনা স্থলেই ৩ জন নিহত হয়। আহত হয় ১৫ জন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মন্নু হাসপাতাল ও মানিকগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়।
মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফর রহমান বলেন, গিলন্ড সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত যাত্রী আসে। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। ৩ জনকে ভর্তি ও ২ জনকে আউটডোরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহতদের নাম ঠিকানা যানা যায় নি। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানোর পক্রিয়া চলছে বলে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে জানিয়েছেন বরঙ্গইল হাইওয়ে থানার ইনচার্জ ইয়ামিন দৌলা।
মানিকগঞ্জ২৪/ ঘিওর/ হা.ফ/ ১৫ মে ২০১৮।
আরও পড়ুন: