সাটুরিয়া প্রতিনিধি, ১৫ মে: জেলার সাটুরিয়া উপজেলায় মার্তৃদুগ্ধ বিকল্প বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাটুরিয়া ৫০ শয্যা হাসাপাতালের অডিটরিয়ামে সভার আয়োজন করে বাংলাদেশ ব্রেস্টফিটিং ফাউন্ডেশন নামে একটি বেসরকারী সংস্থা।
সভায় শিশু খাদ্য বাণিজ্যিক ভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহার ব্যাবহারের সরঞ্জামদি বিপনন আইন ২০১৩ এর উপর বিস্তারিত আলোচনা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. বসির উদ্দিন ঠান্ডু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকী, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. এনামুল কবীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রেস্টফিটিং ফাউন্ডেশন এর সহকারী পগ্রামার আকরাম হোসেন, প্রজেক্ট অফিসার শারমিন সুলতানাসহ আরও অনেকে।
সভায় সিনিয়র কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও ব্যাবসায়ীরা অংশ গ্রহণ করে।
মানিকগঞ্জ২৪/ সাটুরিয়া/ হা.ফ/ ১৫ মে ২০১৮।
আরও পড়ুন:সাটুরিয়া প্রতিনিধি,