ঘিওরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নারীর মৃত্যু

 মানিকগঞ্জ প্রতিনিধি ॥ মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরি বাস্ট্যান্ড এলাকায় ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের  ধাক্কায় সন্ধ্যা রানী (৬০) নামে এক মধ্য বয়সী নারী মৃত্যু হয়েছে।

সোমবার বিকালের দিকে বানিয়াজুরি এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত সন্ধ্যা রানী মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাড়াগ্রাম এলাকার হরিদাস সাহার স্ত্রী।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরি বাস্ট্যান্ডে পারাপার হওয়ার সময় ঢাকামুখী লাক্সারী পরিবহনের একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান । পরে তার মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হসপিটালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনা স্থল থেকে  ওই বাসটি জব্দ করতে পারলেও চালক কে আটক করা যায় নি। এ ব্যাপারে একটি মামলা পক্রিয়াধীন বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ুন:

মানিকগঞ্জে স্বর্ন ব্যবসায়ীদের সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

আরো পড়ুুন