সাটুরিয়ায় গৃহবধূর আত্নহত্যা, আটক-২

সাটুরিয়া 

প্রতিনিধি: জেলার সাটুরিয়ায় স্বামীর নির্যাতন সইতে না পেরে সেলিনা বেগম (২৪) নামের এক গৃহবধূর আত্নহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দিঘুলিয়া গ্রামের চাচিতারা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধুর ভাই আলাউদ্দিন বাদী হয়ে  সোমাবার সকালে মামলা দায়ের করেছে। সাটুরিয়া থানা পুলিশ এ মামলায় ২ আসামী কে আটক করেছে।

গৃহবধুর ভাই আলাউদ্দিন জানান, ৪ বছর আগে দিঘুলিয়া ইউনিয়নের চাচীতারা গ্রামের হুকুমআলীর পুত্র সোলায়মান হোসেনের সাথে আমার বোন সেলিনা বেগম (২৪) পারিবারিক ভাবে বিয়ে  হয়।  বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে সেলিনার সাথে স্বামী পরিবারের সবাই নির্যাতন করে আসছে। স্বামী পরিবারের নির্যাতন সইতে না পেরে সেলিনা বসত ঘডেরর আডার সাথে গলায় দড়ি দিয়ে  শনিবার (১৭ নভেম্বর) আত্নহত্যা করে। ঘটনার পরপরই স্বামী সোলায়মান পালিয়ে যায়। 

পরে সাটুরিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবাবরের কাছে মরদেহ হস্তান্তর করে। আর স্বশুর হুকুম আলী ও স্বাশুরী লালজান বেগমকে রবিবার  জিঙ্গাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে। পরে সোমবার সকালে   সেলিনার ভাই বাদী হয়ে মামলা দায়ের করলে শশুর ও শাশুরি কে আটক দেখিয়েছে পুলিশ।

এ  ব্যাপারে সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান  জানান, সেলিনা বেগমকে হত্যা প্ররোচনার দায়ে তার ভাই বাদী হয়ে সাটুরিযা থানায় মামলা দায়ের করা হয়েছে। ২ জন আসামী কে ইতিমধ্যে আটক করা করিছি। ময়না তদন্ত হাতে পেলে আমরা প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করব।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২০ নভেম্বর/ ২০১৭।
আরও পড়ন:

মানিকগঞ্জে স্বর্ন ব্যবসায়ীদের সাথে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতবিনিময়

আরো পড়ুুন