মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া মালাকার মোড়ে এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি বালিরটেক-হাটিপাড়া সড়কে প্রদক্ষিণ করে মালাকার মোড়ে গিয়ে শেষ হয়।
ব্যবসায়ী মোশারফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক মনির হোসেন, ইউপি সদস্য নাজমা বেগম, ব্যবসায়ী ফারুক হোসেন, জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, ভূমিদস্যু জসিম ও শারমিন আক্তারদের জমি দখলের বিরুদ্ধে মামলা দায়েরের পরে প্রকৃত জমির মালিক ইকরামসহ অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা দায়ের করে।
অবিলম্বে মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহার পূর্বক তাদের গ্রেফতারের দাবী জানান বক্তারা।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২১ নভেম্বর ২০১৭।
আরও পড়ুন: