দৌলতপুরে বজ্রপাতে কৃষক ও ছাত্রের মৃত্যু

দৌলতপুর প্রতিনিধি, ৯ মে:  জেলার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে কলিয়া ইউনিয়নের তালুকনগর এলাকায় বজ্রপাতে আশরাফুল ইসলাম অন্তর নামে ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ঐ শিক্ষা প্রতিষ্ঠানের আরও সাত স্কুলছাত্র আহত হয়েছে।

তালুকনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ওই দুর্ঘটনাটি ঘটে।

স্কুল ছাত্র অস্তর দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামের মোল্লাপাড়ার  শহীদুল ইসলামের পুত্র।

কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, বুধবার দুপুরে বিদ্যালয়ে টিফিন চলাকালীন সময়ে বিদ্যালয়ের পাশের পাঁকা রাস্তাা দিয়ে হাঁটতেছিলো অন্তরসহ তার আরও সাত সহপাঠি। এসময় বজ্রপাত হলে তারা সকলেই আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মারা যায় অন্তর।  আহত অন্য স্কুলছাত্ররা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

অপর দিকে একই উপজেলার বজ্রপাতে হাচাদিয়া গ্রামে বজ্রপাতে  ইয়াকুব আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঁচামারা ইউনিয়নের হাচাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ইয়াকুব আলী হাচাদিয়া গ্রামের হাবেজ আলীর পুত্র।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, সকালে ঝড়-বৃষ্টির মধ্যে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মাঠে যান ইয়াকুব। এ সময় বজ্রপাতে ইয়াকুব গুরুতর আহত হয়।  পরে তাকে স্থানীয়রা  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ২৪/ দৌলতপুর/ হা.ফ/ ৯ মে ২০১৮।
আরও পড়ুন:দৌলতপুরে বজ্রপাতে কৃষক ও ছাত্রের মৃত্যু

দৌলতপুর প্রতিনিধি, ৯ মে:  জেলার দৌলতপুর উপজেলায় বজ্রপাতে এক কৃষক ও ছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে কলিয়া ইউনিয়নের তালুকনগর এলাকায় বজ্রপাতে আশরাফুল ইসলাম অন্তর নামে ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ঐ শিক্ষা প্রতিষ্ঠানের আরও সাত স্কুলছাত্র আহত হয়েছে।

তালুকনগর উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ওই দুর্ঘটনাটি ঘটে।

স্কুল ছাত্র অস্তর দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর গ্রামের মোল্লাপাড়ার  শহীদুল ইসলামের পুত্র।

কলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, বুধবার দুপুরে বিদ্যালয়ে টিফিন চলাকালীন সময়ে বিদ্যালয়ের পাশের পাঁকা রাস্তাা দিয়ে হাঁটতেছিলো অন্তরসহ তার আরও সাত সহপাঠি। এসময় বজ্রপাত হলে তারা সকলেই আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মারা যায় অন্তর।  আহত অন্য স্কুলছাত্ররা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।

অপর দিকে একই উপজেলার বজ্রপাতে হাচাদিয়া গ্রামে বজ্রপাতে  ইয়াকুব আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বাঁচামারা ইউনিয়নের হাচাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ইয়াকুব আলী হাচাদিয়া গ্রামের হাবেজ আলীর পুত্র।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার বলেন, সকালে ঝড়-বৃষ্টির মধ্যে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মাঠে যান ইয়াকুব। এ সময় বজ্রপাতে ইয়াকুব গুরুতর আহত হয়।  পরে তাকে স্থানীয়রা  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ২৪/ দৌলতপুর/ হা.ফ/ ৯ মে ২০১৮।
আরও পড়ুন:

বিয়ে করে নি:স্ব হলেন প্রবাসী শাহীন

আরো পড়ুুন