সাটুরিয়া বাস ষ্টান্ডের পাকা সড়কে অতিরিক্ত কাদাযুক্ত, পথচারীরা ভোগান্তিতে

মোহাম্মদ হাসান ফয়জী: জেলার সাটুরিয়া বাস
ষ্টান্ডের পাকা সড়কে অতিরিক্ত কাদাযুক্ত হওয়ায় ঝুঁকি নিয় যানবাহন চলাচল করছে। এতে পথচারী
ও ঢাকা ও মানিকগঞ্জ গামী বাস যাত্রীদের ভোগান্তী পোহাতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে
দেখা যায়, সাটুরিয়া বাস ষ্টান্ড সড়কের উপর ব্যাপকহারে কাদা হয়ে চলাচলের অযোগ্য হয়ে
পড়েছে।ভুক্তভোগীরা জানান, চলতি মাসে বাস ষ্টান্ড ড্রেন নির্মাণ ও মাটি ফেলানোর কাজ
করা হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে পাকা সড়কে এসে পড়ছে। এতে সবচেয়ে বিপাক পড়ছে মটর সাইকেল
আরোহীরা। প্রায়ই মটরসাইলে চালকরা এখানে পড়ে যাচেছ।

বাস ষ্টান্ড এলাকার
ব্যবসায়ী মোজাম্মেল মিয়া জানান, সড়কের উপর অতিরিক্ত কাদা হওয়ায় ব্যাপক সমস্যায় পড়তে
হচেছ। এখানে এসে কাদাযুক্ত পাকা সড়ক পার হতে গিয়ে পথচারীরাও পড়ে যাচ্ছে। এত ব্যাস্ততম
সড়কটির ব্যাহাল অবস্থা অথচ দেখার যেন কেউ নাই।
সাটরিয়া সৈয়দ
কালুশাহ বিশ্ববিদ্যাল কলেজের ছাত্র, আদিল, সালাম জানান, বাস ষ্টান্ড এলাকায় এত কাদা
হয়েছে যে, দ্রুত হাটা যায় না আবার যানবাহন চলার সময় আমাদের গায়ে কাদা ছিটে পড়ায় জামা
কাপর নষ্ট হয়ে যাওয়ার বিরম্বনায় পড়তে হচ্ছে।  
এ ব্যাপারে সাটুরিয়া
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বসির উদ্দিন ঠান্ডু জানান, বাস ষ্টান্ড  এলাকায় পাকা সড়কের উপর অতিরিক্ত কাদার বিষয়টি আমার
নজরে এসেছে । পরবর্তীতে মাসিক সমন্নয় সভায় এ নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন
করা হবে।

সাটুরিয়া বাস
ষ্টান্ড সড়কের উপর কাদা যেন দ্রুত অপসারণ করে পথ চলা নিরাপদ করা হবে এমনটাই প্রত্যাশা
করছেন এ সড়কের নিয়মিত ও অনিয়মিত সাধাণ পথচারীরা।
মানিকগঞ্জ২৪/
হা,ফ / ২৬ জুলাই / ২০১৭।
আরো পড়ুুন