মানিকগঞ্জ ফল ও বৃক্ষ মেলার, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ফল ও
বৃক্ষ মেলা আয়োজন করা হয়েছে,পরিবেশ কে রক্ষা করার জন্য,আর সেই মেলায় আজ
দেখতে পেলাম দুইটি স্টলে পরিবেশ দূষণ কারি ইউক্যালিপটাস গাছ।
সব গাছ
পরিবেশের জন্য উপকার বয়ে আনে না,কিছু গাছ আছে পরিবেশের জন্য
ক্ষতিকর,ইউক্যালিপটাস গাছ তার মধ্যে অন্যতম,এ গাছ কার্বনড্রাইঅক্সাইড ছাড়ে
এবং অক্সিজেন গ্রহণ করে।মেলা থেকে এই ক্ষতিকর গাছ গুলো সড়ানো হোক। আশা করি
কর্তৃপক্ষ এর ব্যবস্থা নিবেন।
শুধু মেলাতে না,মানিকগঞ্জে সব গুলো নার্সারি তে এ গাছ দেখতে পাওয়া যায়,প্রকাশে বিক্রি হয়,কিন্তু কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ করে না।
আমরা পরিবেশ কে নিয়ে অনেক ভাবি,পরিবেশ কে ঠিক রাখার জন্য আমরা মেলার আয়োজন
করি,হাজার হাজার টাকা ব্যায় করে পরিবেশ অধিদপ্তর,যত টাকাই ব্যায় করি যদি
এই ক্ষতিকর গাছ গুলো রোপন করা বন্ধ করতে না পারি তাহলে এই হাজার হাজার টাকা
জলেই যাবে,তাই উচিত কর্তৃপক্ষের মানুষকে এ বিষয়ে সচেতন করে, পরিবেশে দূষণ
কারি গাছ রোপন করা বন্ধ করতে হবে।
এ গাছ অতি তারাতারি বড় হয় বলে, সকলে এ গাছ
রোপন করতে চাই।এর ক্ষতিকর প্রভাব গুলোকে মানুষকে বুঝাতে হবে,এবং নার্সারি
গুলোকে আইনের মাধ্যমে এনে এর উৎপাদন বন্ধ করতে হবে।কোন নার্সারি যেন পরিবেশ
দূষণ কারিগাছ চারা রোপন করতে না পারে সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি রাখতে
হবে।
২৫/৭/২০১৭ ইং আজ বিকাল ৫.৪৫ মিনিটে মেলা থেকে তুলা ছবি।
শিক্ষার আলো পাঠশালার উদ্যোক্তা, সানি রহমান মিন্টুর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।
মানিকগঞ্জ২৪ / হা.ফ/ ২৬ জুলাই/ ২০১৭।