সাটুরিয়ায় টানা বৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি

মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি: জেলার সাটুরিয়ায় কয়েক দিনের টানা বৃষ্টিতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কাচা ও পাকা সড়কের ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। 

শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উত্তর কাউন্নারা সরকারি প্রাথথিক বিদ্যালয়ের মাঠে কোমর পানি জমে যাওয়ায় ক্লাস বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

অপরদিকে বালিয়াটি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে হতে প্রায় ৫ শত ফুট পাকা সড়ক ধসে পরেছে পাশের পুকুরে।  চলতি বছরের শুরুতে মুন্সিচর বালিয়াটি নতুন সংযোগ সড়কটি করা হয়েছিল।

সাটুরিয়া উত্তর কাউন্নারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীন বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে মাঠে জলবদ্ধতার সৃষ্টি হয়। মাঠ থেকে পানি নিঃস্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই এ জলবদ্ধতার সৃষ্টি হয়। তিনি আরো বলেন, মাঠের চার পাশে গাছ পালা থাকায় মাঠে পানি দীর্ঘদিন জমাট থাকে। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারছে না।

অপরদিকে বালিয়াটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোড় হতে প্রায় ৫ শত ফুট পাঁকা সড়ক প্যালাসেলিং ও গাউড ওয়াল ভেঙ্গে যাওয়ায় পাঁকা সড়কের অর্ধেক ভেঙ্গে গেছে।

এ ব্যাপারে স্থানীয় ঠিকাদার মোঃ রফিকুল ইসলাম মুল্লিক বলেন, যেভাবে প্যালাসেলিং করা হয়েছিল ওই সময়েই এ প্যালাসেলিং থাকবে না এমন অনুমানে এলজিইডি অফিসকে জানানোা হয়েছিল। এক বছর আগে এডিপির বরাদ্ধ থেকে ৩ লাখ টাকা ব্যায়ে এ প্যালাসেলিং করা হয় হলেও সঠিক ভাবে না করায় এবার ভেঙ্গে গেল। আর ৫২ লাখ টাকা ব্যয়ে একটি নতুন সংযোগ পাঁকা সড়ক করা হয়। ওই পাঁকা সড়কসহ প্যালাসেলিং ভেঙ্গে পুকুরে চলে গেছে। ফলে হুমকির মুখে পরেছে পুরো সড়কটি। সড়কটি রক্ষা করার জন্য দ্রুত ব্যবস্থা না নিলে ৫২ লাখ টাকার পাঁকা সড়ক পাশের পুকুরে ধসে যাওয়ার আশংকা করা হচ্ছে।

সাটুরিয়া উপজেলা প্রকৌশলী বিভাগের উপ প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ইতিমধ্যেই সড়কটি আমরা পরিদর্শন করেছি। কয়েকদিনের টানা বৃষ্টির কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। নতুন করে গাইড ওয়াল না দিলে সড়কটি রক্ষা করা কঠিন হয়ে পরবে বলে জানান।

অপরদিকে উপজেলার বরাইদ, দিঘুলিয়া, হরগজ, তিল্লি, ধানকোড়া, সাটুরিয়া, ফুকুরহাটি ও দরগ্রাম ইউনিয়নেও টানা অতি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারে নি সংশ্লিষ্ট চেয়ারম্যানগণ।

মানিকগঞ্জ২৪/ হা. ফ/ ২৬ জুলাই/ ২০১৭ ।

আরো পড়ুুন