ডিজিটাল ব্যাবস্থাকে অবরুদ্ধ করা যাবে না … আমিনুর রহমান

 

মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: ডিজিটাল ব্যাবস্থাকে অবরুদ্ধ করা
যাবে না। তাহলে দেশ এগিয়ে নেওয়া সম্ভব হবে না। প্রধানমন্ত্রী সারা দেশেই মডেল মসজিদ
নির্মাণ করবে। সেটা হবে ডিজিটাল মসজিদ, সেখানে গবেষণা হবে বলে মন্তব্য করেছেন সাটুরিয়া
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহামান।


 

তিনি বুধবার দুপরে সাটুরিয়া মডেল লাইব্রীতে ইসলাইলামিক
ফাউন্ডেশন আয়োজীত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কাযক্রমের শিক্ষকদের মাসিক সমন্নয় সভায় প্রধান
অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, দেশের বেশির ভাগই মসজিদ এখন টাইলস করা, এসিও চলে। দেশ
এখন এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল দেশকে এগিয়ে নিতে হলে ইমামদের কেউ এগিয়ে আসতে
হবে

শতধিক ধর্মীয় নেতাদের উদ্যেশ্যে আমিনর রহমান আরো বলেন,
বিগত দশ বছর আগে এত মাদকের নেশা ছিল না। আগে মাদক শুধু দেশের সীমান্তবর্তী অঞ্চলে ছিল
এখন সারা দেশেই মহামারী আকার ধারণ করেছে। মানিকগঞ্জে মাদকের দিকে  ১১তম আছে। আমাদের পুলিশ সুপার মহোদয় এ ব্যাপারে
কঠোর নির্দেশ আমার পালন করে যাচ্ছি।


 

ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলা ফিল্ড সুপার ভাইজার
মোঃ দেলেয়ার হোসেন এর সভাপতিত্তে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মডেল কেয়ারটেকার
মাওলানা মোঃ হাবিবুল্লাহ, সাধারণ কেয়ারটেকার মালওলানা মোঃ রফিকুল ইসলাম।

সভায় সাটুরিয়ার ৯টি ইউনিয়নের প্রায় শতাধিক শিক্ষক, শিক্ষিকীকা
ও মসজিদের ইমামগণ অংশ গ্রহণ করেন।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ২৬ জুলাই/ ২০১৭।
আরো পড়ুুন