মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জে টানা বৃষ্টিতে জন জীবন বিপযস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার সারা দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে মানুষ খুব প্রয়োজন ছাড়া বাড়ী থেকে বের হচ্ছেন না।
এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ, শ্রমিক, যানবাহনের চালক, ও দুকানীরা। সিএনজি অটো রিক্সার চালকরা রাস্তায় নামলেও কোন যাত্রী পাচ্ছে না। অপর দিকে মুদি দোকানসহ চা, নাস্তার দোকনেও বিকি কিনি কমে যাওয়ায় তাদের লোকসান হচ্ছে।
গত ৩ দিনের প্রবল বর্ষণে মানিকগঞ্জের বিভিন্ন পাকা ও কাচা সড়কে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানালেন বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন।
এ দিকে মঙ্গলবার দিবাগত রাত ১২.১০ মিনিটের দিকেও জেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির খবর পাওয়া গেছে।
মানিকগঞ্জ২৪ / হা.ফ / ২৬ জুলাই /২০১৭।