মানিকগঞ্জ২৪ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচাঘাট
এলাকায় শুক্রবারের চেয়ে শনিবার বিপদসীমার
৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত
হচ্ছে। শনিবার সকাল ৯টার হিসাব
অনুযায়ী ঐ পয়েন্টে যমুনায় বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত
হচ্ছে। শুক্রবার দিনভর সেখানে
বিপদসীমার ৭৪ এবং ৭৬ সেন্টিমিটার উপর
দিয়ে পানি প্রবাহিত হলেও শনিবার তা কমে ৪ সেন্টিমিটার
নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
বিষয়টি মানিকগঞ্জ পানি
উন্নয়ন বোর্ডের শিবালয় উপজেলার আরিচা পয়েন্টে
গেজ রিডার (জিআর) মো.
ফারুক হোসেন নিশ্চতে করে জনান, মানিকগঞ্জের শিবালয়ের আরিচা পয়েনন্টে
যমুনার পানি ৪ সেন্টিমিটার কমলেও জেলার বিভিন্ন উপজেলার নতুন নতুন অঞ্চল প্লাবিত হয়েছে।
অপর দিকে জেলার ৭টি উপজেলার
বিভিন্ন ইউনিয়নেও শনিবার নুতুন এলাকা প্লাবিত হয়েছে। কাঁচা পাকা সড়ক, হাটবাজার ফষলি
জমিতে নতুন করে বানের পানিতে ভাসছে। নদী তীরবর্তী এলাকায় নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে। হরিরামপুর উপজেলা সাথে জেলা শহরের সাথে সড়ক
যোগাযোগ ব্যাবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কয়েকদিন যমুনায় পানি বৃদ্ধির
পাওয়ায়, জেলার দৌলতপুর, সাটুরিয়া ও হরিরামপুর, শিবালয়
উপজেলার
বিভিন্ন ইউনিয়নের এলাকা বেশি প্লাবিত হয়েছে। এসব এলাকার
আশ্রয় কেন্দ্রের বন্যাকবলিত মানুষে সংখ্যা বাড়ছে।
অপরদিকে বুধবার দুপুরে পানি ঢুকে
পড়েছে হরিরামপুর উপজেলা পরিষদ চত্বরে। সেখানে
এখন হাটু সমান পানি। শনিবার
এলাকায় আরও পানি বৃদ্ধি পাওয়ায় দুর্গত মানুষের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন হরিরামপুর
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি আরিফিন রেজওয়ান।
এ ব্যাপারে জেলা প্রশাসক নাজমুছ
সাদাত সেলিম জানান, পানি
বৃদ্ধি অব্যাহত থাকায় মানিকগঞ্জের সার্বিক
বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
ইতিমধ্যে সরকারী বরাদ্ধকৃত চাল ও
নগদ টাকা দুর্গত উপজেলা নির্বাহী অফিসারদের দিয়ে দেওয়া হয়েছে।
মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ আগস্ট/
২০১৭।