মানিকগঞ্জ ২৪
প্রতিনিধি:মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মানিকগঞ্জ- ঘিওর- হরিরামপুর সড়কের ৫টি স্থানে পানি উঠেছে। শনিবার
সকালে এ সড়কের ৫টি স্থানে পানি উঠায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। আর ঐ ইউনিয়নের অন্তত
১০টি গ্রামের মসিজদ মাদ্রাস, শিক্ষা প্রতিষ্ঠান, ফষলি জমি ও পুকুর বানের পানিতে ভেসে
গেছে।
প্রতিনিধি:মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মানিকগঞ্জ- ঘিওর- হরিরামপুর সড়কের ৫টি স্থানে পানি উঠেছে। শনিবার
সকালে এ সড়কের ৫টি স্থানে পানি উঠায় ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। আর ঐ ইউনিয়নের অন্তত
১০টি গ্রামের মসিজদ মাদ্রাস, শিক্ষা প্রতিষ্ঠান, ফষলি জমি ও পুকুর বানের পানিতে ভেসে
গেছে।
মানিকগঞ্জ শহর
থেকে ঘিওরের নালি ইউনিয়ন হয়ে হরিরামপুর সড়কের আরও কয়েকটি স্থানে পানি উঠার আশংকা করছেন
স্থানীয়রা।
থেকে ঘিওরের নালি ইউনিয়ন হয়ে হরিরামপুর সড়কের আরও কয়েকটি স্থানে পানি উঠার আশংকা করছেন
স্থানীয়রা।
ঐ সড়কের শুক্রবার
দিনেই কোন পানি ছিল ন। শনিবার পানি উঠায় এ সড়ক দিয়ে হাজার হাজার যাত্রীদের ভোগান্তী
পোহাতে হচ্ছে। আর যানবাহনের প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে।
দিনেই কোন পানি ছিল ন। শনিবার পানি উঠায় এ সড়ক দিয়ে হাজার হাজার যাত্রীদের ভোগান্তী
পোহাতে হচ্ছে। আর যানবাহনের প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে।
রবিবার বিকালে
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘিওর উপজেলার নালি ইউনিয়নের কলতা বাজারে পানি উঠে গিয়েছে।
এ বাজারে সামনে সড়কে অন্তত ১০০ মিটার ঝুরে এখন হাটু পানি। তাছাড়া এ বাজরের ১০- ১৫ টি
দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে দোকানীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘিওর উপজেলার নালি ইউনিয়নের কলতা বাজারে পানি উঠে গিয়েছে।
এ বাজারে সামনে সড়কে অন্তত ১০০ মিটার ঝুরে এখন হাটু পানি। তাছাড়া এ বাজরের ১০- ১৫ টি
দোকান বন্ধ করতে বাধ্য হয়েছে দোকানীরা।
হরিরামপুর- মানিকগঞ্জ
সড়কের ঘিওর ইউনিয়নের নালি ইউনিয়নের বাঠাইমুড়ি গ্রামের মধ্য পাড়া মসজিদ সংগলগ্ন সড়ক,
বাঠাইমুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোনাল মোড়সহ ৫টি স্থানে পানি উঠায় মারাত্তক ভোগান্তী
পোহাতে হচ্ছে।
সড়কের ঘিওর ইউনিয়নের নালি ইউনিয়নের বাঠাইমুড়ি গ্রামের মধ্য পাড়া মসজিদ সংগলগ্ন সড়ক,
বাঠাইমুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোনাল মোড়সহ ৫টি স্থানে পানি উঠায় মারাত্তক ভোগান্তী
পোহাতে হচ্ছে।
বাঠাইমুড়ি মধ্যপাড়া
মসজিদের পাশের বাড়ীর মালিক ইমারত জানান, শনিবার রাতে এস স্থানে পানি উঠায় ৩ টি পুকুর
ডুবে গেছে। এসব স্থানে প্রায় দুর্ঘটনার শীকার হচ্ছে।
মসজিদের পাশের বাড়ীর মালিক ইমারত জানান, শনিবার রাতে এস স্থানে পানি উঠায় ৩ টি পুকুর
ডুবে গেছে। এসব স্থানে প্রায় দুর্ঘটনার শীকার হচ্ছে।
অপর দিকে মানিকগঞ্জের
যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। নদীর পানি কমলেও ঘিওরের বিভিন্ন গ্রামে শনিবারও
পানি বৃদ্ধি পেয়েছে।
যমুনা নদীতে পানি কমতে শুরু করেছে। নদীর পানি কমলেও ঘিওরের বিভিন্ন গ্রামে শনিবারও
পানি বৃদ্ধি পেয়েছে।
মানিকগঞ্জ পানি
উন্নয়ন বোর্ডের শিবায়ল উপজেলার আরিচা পয়েন্টে গেজ রিডার
(জিআর) মো. ফারুক হোসেন
জানান, শুক্রবারের চেয়ে শনিবার ৬ সেন্টিমিটার পানি কমেছে। শনিবার সন্ধা ৬ টা পর্যন্ত আরিচা পয়েন্টে যমুনার পানি ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
উন্নয়ন বোর্ডের শিবায়ল উপজেলার আরিচা পয়েন্টে গেজ রিডার
(জিআর) মো. ফারুক হোসেন
জানান, শুক্রবারের চেয়ে শনিবার ৬ সেন্টিমিটার পানি কমেছে। শনিবার সন্ধা ৬ টা পর্যন্ত আরিচা পয়েন্টে যমুনার পানি ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মানিকগঞ্জ২৪/
হা.ফ/ ১৯ আগস্ট/ ২০১৭।
হা.ফ/ ১৯ আগস্ট/ ২০১৭।