ঢাকা আরিচা মহাসড়কে বন্যার পানি উঠার আশংকা


মানিকগঞ্জ২৪ প্রতিনিধি:
ঢাকা আরিচা মহাসড়কের মুলজান এলাকার সড়কে তীব্র স্রোতের কারনে তলিয়ে যাওয়ার আংশকা করা হচ্ছে। পানি প্রতিরোধের জন্য শনিবার রাত ৯টা থেকে ঐ স্থানে বালুর
বস্তা, ও বাঁশ  দিয়ে কাজ শুরু করেছে পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ ও স্থানীয় গ্রামবাসী।
 সড়কের দুই ল্যানের এক ল্যান দিয়ে যান চলাচল
করায় যানজটের সৃষ্টি হচ্ছে।

মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশfসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার বিষয়টি নিশ্চিত
করে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে জানান,
ঢাকা- আরিচা মহসড়কে পানি উঠার আশংকায় ঘটনা স্থল
পরিদর্শন করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম, পুলিশ সুপার মাহফুজুর
রহমান।

মানিকগঞ্জে যমুনা
নদীতে শুক্রাবারের চেয়ে শনিবার ৬ সেন্টিমিটার পানি কমলেও জেলার বিভিন্ন স্থানে নতুন
করে প্লাবিত হয়েছে। 
শনিবার বিকালের
দিকে ঢাকা- আরিচা মহাসড়কের পল্লিবিদ্যুত অফিসের  পাশে মহা সড়েকর একটি স্থানে পানি চুয়াতে থাকে। এ
খবর পেয়ে মানিকগঞ্জ পুলিশ লাইন থেকে একটি বড় টিম শনিবার রাত ৯ টার দিকে গিয়ে এলাকাবাসী
সাথে নিয়ে বালির বস্তা ফেলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হচ্ছে।

মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশfসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, ঢাকা – আরিচা মহা সড়কের মুলজান নামক স্থানে পানি উঠার আশংকায় এলাকাবাসী সাথে নিয়ে শনিবার রাত ৯ টা থেকে বাঁশ ও বালুর বস্তা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে।


তিনি আরো জানান, এ স্থানে ২ হাজার বালুর বস্তা ফেলানো হচ্ছে, আর জিও ব্যাগ আনার চেষ্টা করা হচ্ছে।  মূলজানে মানিকগঞ্জ পুলিশ প্রশাসন, পল্লী বিদ্যুৎ, পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য টিম কাজ করছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনা স্থল পরিদর্শন করেছেন আর আমি নিজে উপস্থিত থেকে কাজ তদারকি করছি।

এ প্রতিবেদন লেখা
পযন্ত শনিবার রাত (৯.৩০) পর্যন্ত সেখানে প্রায় দেড় শতাধিক লোক ঢকা- আরিচা মহাসড়কে পানি
না উঠার জন্য কাজ করে যাচ্ছে।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১৯ আগস্ট/
২০১৭।

   
আরো পড়ুুন