শেখ হাসিনা আপনি নিশ্চই পুরস্কারের আশায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াননি

আং সান সু চি’র মতো মানবাধিকারে বিশ্বাস না করা, মহা অশান্তিকে অশান্তি বলে
স্বীকার না করা মহিলাকেও ‘নোবেল শান্তি পুরস্কার’ দেওয়া হয়েছে।

পুরস্কারের
উদ্দেশ্যে কেউ ভাল কাজ করে আর পুরস্কারের কথা না ভেবে নিঃস্বার্থভাবে কেউ
কাজ করে যান। একটি স্বার্থের আরেকটি নিঃস্বার্থের।

আমার বিশ্বাস শেখ
হাসিনা আপনি নিশ্চই পুরস্কারের আশায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়াননি।
সত্যি বলতে কী, মানুষের ভালোবাসাই আপনার সবচেয়ে বড় পুরস্কার।

পৃথিবীর
সবচেয়ে নির্যাতিত নিরাশ্রয় মানুষের ভালোবাসা আপনি পেয়েছেন, নোবেল এখানে
তুচ্ছ, অতি নগন্ন।

লেখা আব্দুল মালেক এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিককগঞ্জ২৪/ ১৮ সেপ্টেম্বর/ ২০১৭।

আরো পড়ুুন