সবুজের পানে চাও হে মানুষ সবুজ পানে চাও

সবুজের পানে চাও হে মানুষ
সবুজ পানে চাও,
রক্ত লেগেছে তোমার দাঁতে
রক্ত মুছে নাও,
হে মানুষ! সবুজের পানে চাও,
বৃষ্টি জলে নাও!
তোমার দাঁত রক্তমাখা
তুমি বিষ ছড়াও!
হে মানুষ! বৃষ্টিজলে নাও,
সবুজ পানে চাও।

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ৩১ জুলাই/ ২০১৭।

আরো পড়ুুন