মো: সোহেল রানা খান,
বিশেষ প্রতিনিধি: জেলার সাটুরিয়া উপজেলায়
মরা
বয়লার
মুরগির মাংস দিয়ে আলুর চপ তৈরি
করে বিক্রি
করার
অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দোকান
বন্ধ
করে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনগন।
বিশেষ প্রতিনিধি: জেলার সাটুরিয়া উপজেলায়
মরা
বয়লার
মুরগির মাংস দিয়ে আলুর চপ তৈরি
করে বিক্রি
করার
অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত দোকান
বন্ধ
করে দিয়েছে স্থানীয় উত্তেজিত জনগন।
সোমবার বিকালে
সরেজমিনে
বালিয়াটীর
ভাটারা বাজারে
গিয়ে দেখা যায়,
অভিযুক্ত সুরোতের দোকান
বন্ধ। স্থানীয়রা জানান, ভাটারা
গ্রামের সুরোত
আলী
কয়েক বছর ধরে ভাটারা বাজারে চানাচুর, চপ,
ঝাল মুড়ি বিক্রি করে আসছিল।
সরেজমিনে
বালিয়াটীর
ভাটারা বাজারে
গিয়ে দেখা যায়,
অভিযুক্ত সুরোতের দোকান
বন্ধ। স্থানীয়রা জানান, ভাটারা
গ্রামের সুরোত
আলী
কয়েক বছর ধরে ভাটারা বাজারে চানাচুর, চপ,
ঝাল মুড়ি বিক্রি করে আসছিল।
ররিবার সন্ধ্যায় বাজারের মজিবর নামের
একজন ক্রেতা অভিযোগ করেন, সোরত ভাটারা পাশের গ্রামের মরে যাওয়ার
পর
ফেলে দেওয়া কয়েকটি বয়লার
মুরগি কুরিয়ে নিয়ে
এনে
তা
দিয়ে চপ তৈরি করে
বিক্রি করছে।
একজন ক্রেতা অভিযোগ করেন, সোরত ভাটারা পাশের গ্রামের মরে যাওয়ার
পর
ফেলে দেওয়া কয়েকটি বয়লার
মুরগি কুরিয়ে নিয়ে
এনে
তা
দিয়ে চপ তৈরি করে
বিক্রি করছে।
এ খবর পেয়ে মূহুর্তের মধ্যে দোকানের মধ্যে মানুষ জড়ো হয় ।
মরা
বয়লার
মুরগির মাংস দিয়ে আলুর চপ তৈরি
করে বিক্রি
করার
অভিযোগে
সুরোতের দোকানের সব চপ
ফেলে দেয়
উত্তেজিত মানুষ। পরে
মরা
বয়লার
মুরগির মাংস দিয়ে আলুর চপ তৈরি
করে বিক্রি
করার
অভিযোগে
সুরোতের দোকানের সব চপ
ফেলে দেয়
উত্তেজিত মানুষ। পরে
সুরোত আলীর চানাচুর ও চপের
দোকানও বন্ধ
করে দেয়।
দোকানও বন্ধ
করে দেয়।
ভাটারা
বাজারের ব্যবসায়ী সানোয়ার
জানান, রবিবার
সন্ধ্যার পর
মজিবরসহ আরও কয়কজন অভিযোগ করেন, সোরত আলী পাশের গ্রাম
থেকে ফেলে
দেওয়া
মরা
বয়লার
মুরগি এনে বাড়িতে তা
প্রক্রিয়া করে
চপ তৈরি করে বিক্রি করছে । এমন অভিযোগ পেয়েই বাজারের লোকজন অভিযোক্ত দোকানের মালামাল ফেলে
দিয়ে দোকান বন্ধ
করে দেয়।
বাজারের ব্যবসায়ী সানোয়ার
জানান, রবিবার
সন্ধ্যার পর
মজিবরসহ আরও কয়কজন অভিযোগ করেন, সোরত আলী পাশের গ্রাম
থেকে ফেলে
দেওয়া
মরা
বয়লার
মুরগি এনে বাড়িতে তা
প্রক্রিয়া করে
চপ তৈরি করে বিক্রি করছে । এমন অভিযোগ পেয়েই বাজারের লোকজন অভিযোক্ত দোকানের মালামাল ফেলে
দিয়ে দোকান বন্ধ
করে দেয়।
ভাটারা
বনিক সমিতির সভাপতি
আব্দুর
রশিদ জানান, রোববার সন্ধ্যায় মরা
মুরগির মাংস দিয়ে আলুর চপ তৈরি করে বিক্রি
করার
অভিযোগ আসার
পর সুরোত
পরিস্থিতি
গতিবেগ দেখে সেই দোকান
বন্ধ
করে দিয়েছে। পরে
আমরা বিষয়টি স্থানীয় মেম্বারকে
জানিয়ে তা
চেয়ারম্যানকে
অবহিত করতে
বলেছি।
বনিক সমিতির সভাপতি
আব্দুর
রশিদ জানান, রোববার সন্ধ্যায় মরা
মুরগির মাংস দিয়ে আলুর চপ তৈরি করে বিক্রি
করার
অভিযোগ আসার
পর সুরোত
পরিস্থিতি
গতিবেগ দেখে সেই দোকান
বন্ধ
করে দিয়েছে। পরে
আমরা বিষয়টি স্থানীয় মেম্বারকে
জানিয়ে তা
চেয়ারম্যানকে
অবহিত করতে
বলেছি।
আর
এ
বিয়ষয়ে মঙ্গলবার বিকেলে ভাটারা
বাজার
কমিটির
পক্ষ থেকে
বিচারের ব্যবস্থা করা
হয়েছে।আর
অভিযোগকারী মজিবর কে মরা মুরগি ব্যাবহারের প্রমাণ রাখতে বলা হয়েছে। অপরদিকে দোকানী
সোরতকে সে যে মরা মুরগি দিয়ে চব তৈরি করেননি তারও প্রমাণ ও সাক্ষী রাখতে বলা মৌখিক
নির্দেশ দেওয়া হয়েছে।
এ
বিয়ষয়ে মঙ্গলবার বিকেলে ভাটারা
বাজার
কমিটির
পক্ষ থেকে
বিচারের ব্যবস্থা করা
হয়েছে।আর
অভিযোগকারী মজিবর কে মরা মুরগি ব্যাবহারের প্রমাণ রাখতে বলা হয়েছে। অপরদিকে দোকানী
সোরতকে সে যে মরা মুরগি দিয়ে চব তৈরি করেননি তারও প্রমাণ ও সাক্ষী রাখতে বলা মৌখিক
নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে কথা বলতে সোমবার বিকালে
ভাটারা
বাজারে সুরোত আলীর দোকানে গেলে
তার
দোকান
বন্ধ
পাওয়া
যায়।
পরে এ প্রতিবেদক ঘটনার
বিষয়ে তার বাড়িতে গেলেও তাকে
পাওয়া যায়নি।
ভাটারা
বাজারে সুরোত আলীর দোকানে গেলে
তার
দোকান
বন্ধ
পাওয়া
যায়।
পরে এ প্রতিবেদক ঘটনার
বিষয়ে তার বাড়িতে গেলেও তাকে
পাওয়া যায়নি।
এ ব্যাপারে নাম প্রকাশ
না
করার
শর্তে কয়েকজন
জানায়,
স্থানীয় এক
বয়লারের খামারে
মুরগি অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তাই
খামার
মালিকরা মুরগি
জবাই
করে কম দামে বিক্রি
করছে। লোকজন মনে করেছে সে মরা
মুরগি কুরিয়ে নিয়ে
এসেছে।
না
করার
শর্তে কয়েকজন
জানায়,
স্থানীয় এক
বয়লারের খামারে
মুরগি অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তাই
খামার
মালিকরা মুরগি
জবাই
করে কম দামে বিক্রি
করছে। লোকজন মনে করেছে সে মরা
মুরগি কুরিয়ে নিয়ে
এসেছে।
এ
ব্যাপারে বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন জানান, মরা মুরগি দিয়ে
চপ বানানোর ঘটনা আমি সোমবার রাত ৮ দিকে আমার ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনা
সত্য হলে সোরত দন্ডনীয় অপরাধ করছে।
ব্যাপারে বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুহুল আমিন জানান, মরা মুরগি দিয়ে
চপ বানানোর ঘটনা আমি সোমবার রাত ৮ দিকে আমার ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনা
সত্য হলে সোরত দন্ডনীয় অপরাধ করছে।
এ
ব্যাপারে সাটুরিয়া থানার ওসি মোঃ আমিনুর রহামান জানান, আমি বিষয়টি মৌখিকভাবে শুনে তদন্ত
করার জন্য ফোর্স পাঠিয়েছি। অভিযোগ প্রমাণীত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সোরত
আলীর বিরুদ্ধে।
ব্যাপারে সাটুরিয়া থানার ওসি মোঃ আমিনুর রহামান জানান, আমি বিষয়টি মৌখিকভাবে শুনে তদন্ত
করার জন্য ফোর্স পাঠিয়েছি। অভিযোগ প্রমাণীত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে সোরত
আলীর বিরুদ্ধে।
এ
ব্যাপারে মানিকগঞ্জ সদর হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ লুৎফর রহমান জানান,
অসুস্থ্য ও মরা মুরগি মানুষ খেলে ডায়রিয়াসহ ফুডপয়জন হতে পারে। তাছাড়া মরা মুরগি দিয়ে
চপ বানানো হয়েছে এবং সেই চপ খেয়েছে এমন সংবাদ পেলে তার গ্যাস ফোম হতে পারে।
ব্যাপারে মানিকগঞ্জ সদর হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ লুৎফর রহমান জানান,
অসুস্থ্য ও মরা মুরগি মানুষ খেলে ডায়রিয়াসহ ফুডপয়জন হতে পারে। তাছাড়া মরা মুরগি দিয়ে
চপ বানানো হয়েছে এবং সেই চপ খেয়েছে এমন সংবাদ পেলে তার গ্যাস ফোম হতে পারে।
মানিকগঞ্জ২৪/
হা. ফ./ ৩১ জুলাই/
হা. ফ./ ৩১ জুলাই/