মানিকগঞ্জের সেই বটগাছটি আজ কেমন যেন বিষন্ন,ছন্নছাড়া।

এটি অন্য দশটি বট গাছের মত সাধারণ বটগাছ। তবে এর সাথে কৈশরকালের ভিন্ন এক স্মৃতি জড়িয়ে আছে।

আমজাদ হোসেন সে সময়ে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা। গোলাপী এখন ট্রেনে,নয়ন মনি, সুন্দরীর মত জনপ্রিয় সিনেমার সুটিং মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে দিনের পর দিন চলেছে। আর আমরাও স্কুল পালিয়ে ছুটে এসেছি সুটিং আর দর্শকনন্দিত জুটি ফারুক-ববিতাকে দেখতে।

এই বটগাছ ঘিড়ে নয়ন মনি ছবির সুটিং চলেছে একাধিক দিন। আমার স্পষ্ট মনে আছে,এ বটবৃক্ষটি তখন অনেক তরতাজা,তরুন। গ্রাম্যমোড়ল এটিএম শামসুজ্জামান দাঁড়িয়ে আছেন বটের নীচে,সে সময় শিশু নয়ন গুলতি মেরে এটিএম এর মাথার টুপি উড়িয়ে দিল ।

 আসলে নয়নের গুলতিতে কোন গুলি ছিল না,সে শুধু গুলতি ছোঁড়ার অভিনয় করলো একই সাথে এটিএম এর টুপির পিছনে বাঁধা সুঁতা টান মেরে উড়িয়ে দিলো পরিচালকের সহকারী । আমরা ভাবলাম এ কেমন কান্ড!কোথায় গুলি কোথায় সুঁতা বাঁধা টুপি।

 কিন্তু কমাস পর হলে যখন দেখলাম তখন বোঝাই গেল না টুপিটা কেউ টান মেরে ফেলেছে।মনে হল নয়নের হাতের লক্ষ্যভেদী টিপেই টুপি উড়েছে। সেই বটগাছটি আজ কেমন যেন বিষন্ন,ছন্নছাড়া।

সাইফুদ্দিন আহম্মেদ নান্নু এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া।

মানিকগঞ্জ২৪/ হা.ফ/ ১ আগষ্ট/ ২০১৭।

আরো পড়ুুন