বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম।
জানা যায়, প্রেমঘটিত বিষয়ে আদনান মানসিক কষ্টে ভূগছিলেন। শুক্রবার রাতে ( ১২ অক্টোবর) আদনানের প্রেমিকার সাথে ঝগড়া হয়। এরপর দশটার দিকে সে ফ্যানের সাথে ফাঁস লাগায়। রাত সাড়ে দশটার দিকে আদনানের বিভাগের ৪৩-তম ব্যাচের এক শিক্ষার্থী শীটের জন্য আদনানের রুমে যায়।দরজায় আঘাত করার পর সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে তাকালে সে আদনানকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এরপর তার সহপাঠিরা দরজা ভেঙে আদনানকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে যত দ্রুত সম্ভব এনাম মেডিকেলে নিয়ে যেতে বলেন। এনাম মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ২৪.কম/হে.উ./১৩ অক্টোবর/২০১৭।
আরও পড়ুন: