খালেদা জিয়ার দেশ মানে, রাজাকারের কাছে ইজারা দেওয়া- মানিকগঞ্জে তথ্য মন্ত্রী


ঘিওর
 প্রতিনিধি:
 তথ্য
মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,
খালেদা জিয়ার কাছে দেশ মানে, রাজাকারের কাছে দেশ ইজারা দেওয়া।  আমারা
বেঁচে থাকতে বাংলাদেশ কোন দিন রাজাকার জঙ্গীর কাছে ইজারা  দিব না। খালেদা জিয়ার ডানে
জঙ্গী বামে রাজাকার আর পিছনে তেঁতুল
হুজুর সামনে রাজনৈতিক মোল্লা এই ভাবে দেশ
চলে না।  তাই
আগামী নির্বাচনে জঙ্গী রাজাকারের সঙ্গী খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতেই হবে। মানিকগঞ্জে  জাসদ
নেতা জালাল উদ্দিন লেনিনের স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার
সন্ধ্যায় জেলা জাসদের আয়োজনে ঘিওর উপজেলা পাবলিক লাইব্রেরী মাঠে জেলা জাসদের সহসভাপতি প্রয়াত মুক্তিযোদ্ধা
জালাল উদ্দিন লেলিনের স্মরন সভায় আয়োজন করা হয়।
উপজেলা
জাসদের সভাপতি সামছুল আলম খানের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আক্তার এমপি, জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান,আফজাল হোসেন খান জকি, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন প্রমূখ।
আরো পড়ুুন